অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারেস
জঙ্গি-সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন করতে সর্বক্ষনিক অভিযান অব্যাহত থাকবে


জঙ্গি-সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গঠন, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, নারী-শিশুর প্রতি সহিংসতা ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ বন্ধের লক্ষ্যে সর্বক্ষনিক অভিযান অব্যাহত থাকবে।
গতকাল রাত ৮টায় অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে দিনাজপুরের বীরগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মোঃ আব্দুল ওয়ারেস সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরো বলেন সাধারণ মানুষ অনা-রায়সে এসে আমাদের ভালো ব্যবহারের মাধ্যমে সরকারের যে লক্ষ্য, সে সেবার মান বাড়িয়ে সেবা গ্রহীতাদের প্রতি সঠিক আচরণ ঠিক রেখে অপরাধীদের গ্রেফতার ও অপরাধ দমনের ক্ষেত্রে বীরগঞ্জ সার্কেল তথা বীরগঞ্জ ও খানসামা থানায় সার্বক্ষনিক অভিযান অব্যাহত থাকবে আর এটাই আমার লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নে যে কোনো বিয়ষে আপনাদের সুপরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা কামনা করছি। সরকারের উন্নয়ন তা পুলিশিং সেবার মাধ্যামে এ ধারা চলমান রাখা ও আইন নিজের হাতে তুলে না নিয়ে এ বিষয় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় সাংবাদিকদের মধ্যে বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.মাজেদুর রহমান (দৈনিক পত্রালাপ), দশরথ রায় বাবুল (দৈনিক পত্রালাপ), বীরগঞ্জ প্রতিদিন অনলাইন পত্রিকায় সম্পাদক আব্দুর রাজ্জাক (দৈনিক যায়যায়দিন), সিদ্দিক হোসেন (ডেইলি দি এশিয়ান এজ), সবুজ বাংলা নিউজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক উত্তম শর্মা (দৈনিক প্রতিদিনের সংবাদ), রনজিৎ সরকার রাজ (দৈনিক যুগের আলো), বিকাশ ঘোষ (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ), তোফাজ্জল হায়দার (দৈনিক ভোরের ডাক), সবুজ বাংলা নিউজের বার্তা সম্পাদক প্রদীপ রায় জিতু (ডেইলি সিটিজেন টাইমস), সবুজ বাংলা নিউজ এর স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম (এস টিভি বাংলা) উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আগে বীরগঞ্জ প্রতিদিন পত্রিকা ও সবুজ বাংলা নিউজ পত্রিকার পক্ষ থেকে নতুন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মোঃ আব্দুল ওয়ারেস কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।