স্মার্ট কার্ড বিতারণ করলেন ছানোয়ার হোসেন এমপি


টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ধুলোটিয়া গ্রামে স্মার্ট কার্ড বিতারণ কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার ৩০ আগষ্ট বিকালে ধুলোটিয়া মাদ্রাসা মাঠে এ কার্যক্রম শুরু করা হয়।
স্মার্ট কার্ড বিতারণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য বলেন বাংলাদেশে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলছে পুরোদমে। নাগরিকদের জাতীয় পরিচয়পত্র হিসেবে কাগজের ওপর লেমিনেটিং করা যে আইডি কার্ড ব্যবহৃত হয়ে আসছে, সেই কার্ডকে প্রতিস্থাপন করবে ইলেকট্রনিক চিপ সমৃদ্ধ নতুন প্রযুক্তির এই স্মার্ট আইডি কার্ড। এই মেশিন রিডেবল কার্ডে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকে নাগরিকের বিভিন্ন তথ্য যা বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তিকে আরও সহজ করবে। এসময় ২৩০০ নারী পুরুষের মাঝে এ র্স্মাট কার্ড বিতারণ করা হয়।
স্মার্ট কার্ড কার্যক্রমে আরোও উপস্থিত ছিলেন টাঙ্গইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহ্জাহান আনছারী, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হর্যরত আলী, করটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মজনু চৌধুরী, করটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেত্ববৃন্দ।