টাঙ্গাইলে শিক্ষা বৃত্তি শিক্ষা উপকরণ স্বাস্থ্য উপকরণ খেলার সামগ্রী এবং সিএনজি বিতারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯ | ৫৬৯

প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক “ বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহয়তা” শীর্ষক কর্মসুচির আওতায় ২০১৮-২০১৯ অর্থবছরে টাঙ্গাইল সদর উপজেলার ক্ষৃদ্র নৃ-তাত্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, খেলার সামগ্রী এবং সিএনজি চালিত অটোরিস্কা বিতারণ করা হয়েছে।

২৯ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। এসময় তিনি প্রায় দুইশত ছাত্র-ছাত্রীদেও মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, খেলার সামগ্রী বিতারণ করেন এবং শেষে তিনি সিএনজি চালিত অটোরিস্কার চাবি প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ্জাহান আনসারী, ভাইস চেয়ারম্যান ও আলোকিতপ্রজন্ম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন।