ইরানের পরমাণু চুক্তি নিয়ে ম্যাক্রোঁকে পুতিনের সমর্থন


ইরানের সঙ্গে বিশ্বের ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষার লক্ষ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে চেষ্টা চালাচ্ছেন তাতে সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ইরানি সংবাদমাধ্যম আইআরআই।
চলতি সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত জি- সেভেন শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। একই সময়ে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন।
এসব আলোচনায় ফরাসি প্রেসিডেন্ট ইরানের পরমাণু সমঝোতায় কিছুটা সীমাবদ্ধতা আরোপ করে তেহরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব দিয়েছেন।