কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন সংযোজন


কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন সংযোজন কুমুদিনী মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট (কেএমটিআই) এর কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকালে হাসপাতালের নতুন লাইব্রেরীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান ইনস্টিটিউটের অধ্যক্ষ ও কুমুদিনী হাসপাতালের প্রোগ্রাম এডভাইজার ডা. এস এম শহীদুল্লাহ ।
এসময় ইনস্টিটিউটের সচিব মো. আব্দুল হাই, সিবিএম প্রোগ্রাম অফিসার তামজিদা পারভীন ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রস্টে সাথে ছোট বড় দশটি প্রতিষ্ঠান সংযুক্ত হয়ে কাজ করছে। মেডিকেল টেকনোলজি হচ্ছে এর নতুন সংযোজন। চলতি সেশনেই ছাত্রছাত্রী ভর্তির মাধ্যমে এর যাত্রা শুরু হবে। মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্সেই হবে এই নতুন প্রতিষ্ঠানের ক্যাম্পাস। পাঁচটি শাখার অনুমোদন পেলেও চলতি শিক্ষা বর্ষে ল্যাব্রেটরি, ফিজিউথেরাপি এবং অপথ্যালমিক এসিসটেন্ট এই তিন শাখায় ২০ জন করে মোট ৬০ শিক্ষার্থী ভর্তি করা হবে। ছাত্রীদের জন্য আবাসিক সুজোগ থাকলেও ছাত্রদের জন্য সেটি থাকছেনা। তবে ইনস্টিটিউটের ব্যাবহারিক কার্যক্রমের জন্য কুমুদিনীতে রয়েছে ব্যাপক সুজোগ সুবিধা বলে তিনি জানান।