সামাজিক সংগঠন বন্ধন’র আত্মপ্রকাশ

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০২:৫৩ পিএম, শনিবার, ২৪ আগস্ট ২০১৯ | ৪৮৪

কালিহাতীতে অরাজনৈতিক অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন বন্ধন’র আত্মপ্রকাশ হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কালিহাতী সদরের মুন্সিপাড়ায় কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আসলাম সিদ্দিকী ভুট্টোকে সভাপতি ও খোরশেদ আলমকে কার্যকরী সভাপতি এবং উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুদীপ কুমার দত্ত মানুকে সাধারন সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষনার মধ্যদিয়ে বন্ধন কালিহাতীর আত্মপ্রকাশ ঘটে। 

বন্ধন কালিহাতীর সভাপতি আসলাম সিদ্দিকী ভুট্টো জানান, কালিহাতী পৌর এলাকায় মাদক,ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে এ সংগঠনটি কাজ করবে।