শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গণভোজ

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০৩:২২ পিএম, শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯ | ৬০৭

টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গনভোজের আয়োজন করা হয়েছে।

২৩ আগষ্ট শুক্রবার বাদ জুমা পৌরসভার ৩নং ওয়ার্ড আকুর টাকুর পাড়া হাউজিং মাঠে এ গণ ভোজের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর ৫ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহ্জাহান আনছারী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামন সোহেল, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আলোকিতপ্রজন্ম এর উপদেষ্ঠা এম.এ রৌফ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হেসেন খান তোফা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল ফকির প্রমুখ।