আমণ কাটা শুরু, ফলন ভাল হওয়ায় কৃষক খুশি

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৮ পিএম, রোববার, ১২ নভেম্বর ২০১৭ | ৫৪১

টাঙ্গাইলের মির্জাপুরে আমণ কাটা শুরু হয়েছে। ফলন ভাল হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। হেমন্তের নবান্ন উৎসবে পিঠে খাওয়ার ধুম পড়ে গেছে গ্রামাঞ্চলে।

এবছর মির্জাপুরে রুপা আমণের লক্ষমাত্রা ছিল ৪ হাজার ৭শ ১৩ হেক্টর জমি। দীর্ঘমেয়াদী বন্যার কারনে লক্ষমাত্রা কম হলেও ফলন অন্য বছরের তুলনায় অনেক ভাল।

অনেক প্রতিকুলতা কাটিয়ে আমণ কাটা শুরু হয়েছে। ফলন ভাল হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

ইচাইল গ্রামের কৃষক পরেস চন্দ্র বলেন অন্য বছরের তুলনায় এবার আমণের ফলন অনেক ভাল। আগের তুলনায় ধানও পাচ্ছি বেশি। তরফপুরের শাজাহান বলেন আগের বছরের তুলনায় ফলন ভাল পাওয়াতে আমরা খুশি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন এপর্যন্ত ২০ থেকে ২৫ ভাগ আমণ কাটা হয়েছে। তাতে দেখা গেছে হেক্টর প্রতি ৪ থেকে ৫ টন ধান পাওয়া যাচ্ছে।