সারাদেশে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা উদযাপন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৫৮ এএম, সোমবার, ১২ আগস্ট ২০১৯ | ৫৫৩

সারাদেশে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সোমবার (১২ আগস্ট) সকালে ঈদের জামাত শেষে শুরু হয় পশু কোরবানির আনুষ্ঠানিকতা। রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে নগর প্রশাসনের দেয়া নির্ধারিত স্থানে কোরবানি করেছেন অনেকে।

তবে যথাযথ ব্যবস্থাপনা না থাকায় নিজের সুবিধাজনক স্থানে পশু কোরবানি করেন কেউ কেউ। ইসলাম ধর্মমতে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় নিজের সক্ষমতা অনুযায়ী পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।