মিঠাপুকুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত চার জন,এক শিশুর মৃত্যু

রুবেল ইসলাম,মিঠাপুকুর
প্রকাশিত: ০৫:০৯ এএম, বুধবার, ৭ আগস্ট ২০১৯ | ২৬৬

মিঠাপুকুরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই শিক্ষার্থীসহ চার জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিষা মনি গোপালপুর ইউনিয়নের কৃষ্ণপুর তেঁতুলবাড়ি (ছাঁট) গ্রামের তাহারুল ইসলামের মেয়ে।

জানা যায়-গত ২ আগষ্ট ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয় তিষা মনি। রংপুরে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা নিয়ে বাড়ি নিয়ে যান তার স্বজনেরা। রোববার বিকেলে বাড়িতেই ওই শিশুর মৃত্যু হয়। গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম দিলীপ পাইকাড় ডেঙ্গুজ্বরে শিশুটির মৃত্যু নিশ্চিত করে বলেন, ডেঙ্গুবাহী এডিস মশা এখন আমাদের গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে।’

এছাড়া রাজধানী ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়–য়া মাহমুদুল হাসান (২৮)। মিঠাপুকুরের লতিবপুর ইউনিয়নের একরামুল হক সায়েব ফকিরের ছেলে তিনি। মারাত্মক জ্বরে আক্রান্ত হন। বাড়ি ফিরে রোববার রংপুর নগরের একটি ডায়াগনষ্টিক সেন্টারে পরীক্ষার পর ডেঙ্গুধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে চিকিৎসা হচ্ছে।

ঢাকায় বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী করেন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার মৃত. তোফাজ্জল হোসেনের ছেলে সোহান মিয়া। তিনিও ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে রংপুরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দুইজনসহ গত ২ দিনে মিঠাপুকুর উপজেলার বিভিন্ন স্থানের চার জন ডেঙ্গুজ¦রে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা সবাই ঢাকায় থাকেন। আক্রান্তরা বাড়ি ফিরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম সুমন বলেন-মিঠাপুকুর এলাকায় এখনও ডেঙ্গুর তেমন একটা প্রকোপ দেখা দেয়নি। যারা আক্রান্ত হচ্ছেন, তারা ঢাকায় থাকেন। কর্মস্থলে আক্রান্ত হওয়ার পর মিঠাপুকুরে ফিরে এসেছেন।