মির্জাপুরে পুলিশের গুজব বিরোধী র্যালি ও মাইকিং
টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের আয়োজনে গুজব বিরোধী র্যালি, লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে।
মঙ্গলবার সকালে গণ সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে শহরে এ র্যালি বের ও লিফলেট বিতরণ বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন সচেতনতামূলক শ্লোগান মাইকিং করে প্রচার করা হয়। র্যালিতে নেতৃত্বে দেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান।মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেনসহ অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
এ সময় গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না। গণ পিটুনি দিয়ে মানুষ হত্যা এবং গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা একটি ফৌজদারী অপরাধ লেখা ব্যানার ও লিফলেট বিতরণ করা হয়।এছাড়া মাইকিং করেও জণ সচেতনতা সৃষ্টি করা হয়।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ২৫ জুলাই থেকে ৩১ জুলাই গণ ‘সচেতনতা সপ্তাহ’ ঘোষণা করে পুলিশের পক্ষ থেকে সারাদেশে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তারই অংশ হিসেবে মির্জাপুর থানা পুলিশের আয়োজন এ কর্মসূচির বাস্তবায়ন করা হয়।
