গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১:৫৭ পিএম, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ | ৫১২

গণ সচেতনতা দিবস উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে শহরের থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি আনিছুর রহমান, জেলা বাস-কোচ মালিক মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল সদর মডেল থানার নবাগত ওসি মীর মোশারফ হোসেন প্রমুখ।

এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।