রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন পরিষদের সামনে প্রায় তিন শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে এ ত্রান বিতরণ করা হয়। ত্রান বিতরণ পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ উদ্দিন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য রবীন্দ্র মোহন সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক ও আলোকিতপ্রজন্ম এর উপদেষ্টা এম এ রৌফ, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান আনছার আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সদস্য আমিরুল ইসলাম খান, টাঙ্গাইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও আলোকিতপ্রজন্ম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সদস্য সালাউদ্দিন হায়দার, সেলিনা আক্তার, কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী জিন্নাহ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের যুব প্রধান আরাফ আল জামান অনয়সহ জেলা ইউনিটের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা তিন শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ৫ কেজি চিড়া, ২ কেজি চিনি, ১০টি ওরস্যালাইন, ১ ডজন মোমবাতি ও ১ ডজন ম্যাচ বিতরণ করেন।