টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজে বৃক্ষরোপন কর্মসুচী অনুষ্টিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:৪৪ এএম, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ | ৬৩৬

সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে বৃক্ষরোপন কর্মসুচী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

২৩ জুলাই মঙ্গলবার সকালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের আয়োজনে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রাঙ্গনে এ বৃক্ষরোপন কর্মসুচী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর- ৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

এসময় আরোও উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. নরুল আমিন মিয়া,টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ড.নারায়ণ চন্দ্র সাহা,এনাটোমি বিভাগের প্রফেসর ড.রুকসানা,স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ড.শহীদুল্লাহ কায়সার প্রমুখ।