মধুপুরে মাটির নিচে বিকট শব্দে এলাকায় আতংষ্ক

টাঙ্গাইলের মধুপুরের গাছাবাড়ী ইউনিয়নের আংগারিয়া পাহাড়ী অঞ্চলে এক জমিতে মাটির নিচ থেকে অলৈকিক ভাবে সোমবার সকাল থেকে বৃষ্টির ডাকের মত শব্দ শুনা যাচ্ছে।
সোমবার সকালে আংগারিয়া গ্রামের ৭ বছর বয়সী এক ছেলে সকাল বেলায় বাড়ীর পাশে একটি জমির খোলা মাঠে তাদের ঘোড়া রাখতে গেলে বিকট এ শব্দ শুনতে পায়।
ঘটনাটি তাতক্ষনিক তার বাড়ীর লোকজন কে জানালে তারা দেখে আশেপাশের লোকজন কে জানায়। পরে মধুপুর সহ ধনবাড়ী জামালপুর সরিষাবাড়ীসহ আশেপাশের জেলার মানুষ এই অলৈকিক বৃষ্টির ডাকের মত শব্দটি শুনতে ও দেখতে আসে। বিষয়টি নিয়ে এলাকায় চ্যাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের দরিচন্দ্রবাড়ী গ্রাম থেকে দেখতে আসা শামছুল হক সহ আরো অনেকে জানায়, ঘটনাটি শুনার পর আমরা দেখতে এসেছি। দেখলাম ঘটনাটি সঠিক।
পরে স্থানীয়রা মধুপুর উপজেলা নির্বাহী অফিসার কে জানালে সেখানে মধুপুরের উপজেলা পরিষদের সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান সহ গাছাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক, আবুল মেম্বার সহ জলছত্র পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
মধুপুর উপজেলার নির্বাহী অফিসার তাসলিমা আহমেদ পলি জানান, বিষয়টি ভূ-তত্ববিদদের কে জানানো হবে। তারপর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এই মাটির নিচে কি রয়েছে।