আশরাফ খান সভাপতি ঠান্ডু ভূইয়া সম্পাদক

মির্জাপুরের গোড়াই পূর্ব আ:লীগের সম্মেলন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৫০ এএম, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ | ১০২৮

টাঙ্গাইলের মির্জাপুরের শিল্পাঞ্চলখ্যাত গোড়াই ইউনিয়ন (পূর্ব) আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সম্মেলনে সভাপতি সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কাউন্সিলরদের গোপন ভোট নেয়া হয়।এতে মো. আশরাফ খান সভাপতি ও সালাহ উদ্দিন ভূইয়া ঠান্ডু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। 

মঙ্গলবার সকালে গোড়াই কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপি। 

গোড়াই ইউনিয়ন (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ভূইয়া ঠান্ডুর সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুৎ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান খান বাবুল, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিডেটের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান রাজিব, সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিডেটের ভাইস চেয়ারম্যান আবিদ হোসেন শান্ত, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সম্পাদক মীর মঈন হোসেন রাজীব, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ ।

সভাপতি সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের গোপন ভোট নেয়া হয়। ১০৭ ভোট পেয়ে সভাপতি পদে পুনঃরায় মো. আশরাফ খান ও ১৮৮ ভোট পেয়ে সালাউদ্দিন ভূইয়া ঠান্ডু দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।