টাঙ্গাইলে ভাঙ্গন থেকে দ্রুত রক্ষা পাওয়ার দাবিতে মানববন্ধন

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ১২:৩৮ এএম, রোববার, ১৪ জুলাই ২০১৯ | ৫৭৫

টাঙ্গাইলে নদী ভাঙ্গন থেকে দ্রুত রক্ষা পেতে সরকারের সহযোগিতার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে নদী তীরবর্তী এলাকাবাসী।

রবিবার সকালে জেলার পোড়াবাড়ি মহাশ্মশান ঘাটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, গত কয়েকবছর এবছর এই নদীর পাশে বসবাসকারীদের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নেই। প্রতিদিন যেভাবে জমি বিলীন হয়ে যাচ্ছে তাতে এই শ্মশানঘাট সহ এলাকার অনেক ঘরবাড়ি বিলীন হবে এবং ভাঙ্গন প্রতিরোধে দ্রুত জিও ব্যাগ ফেলার জোর দাবি জানান এলাকাবাসী।