ভোলার মেঘনায় ধরা পড়লো রাজা ইলিশ,বিক্রি হলো দশ হাজার তিনশত টাকায়

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১ এএম, শুক্রবার, ৫ জুলাই ২০১৯ | ৬৮৩

ভোলায় ভরা মৌসুমে আশানুরূপ ইলিশ পাওয়া না গেলেও তজুমদ্দিন এলাকার মেঘনায় জেলেদের জালে ধরা পড়লো ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ।

শুক্রবার(৫জুলাই) দুপুরে শশীগঞ্জ মাছ ঘাটে আবুল হাশেম মহাজনের আড়ৎতে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ বিক্রি হয়েছে দশ হাজার তিনশত টাকায়।

উপজেলার চাঁদপুর ইউনিয়নের দালাল কান্দি গ্রামের কবির মাঝির জালে এই রাজা ইলিশ মাছটি শুক্রবার সকালে ধরা পড়ে। রাজা ইলিশসহ তাদের জালে আরো ৯টি ইলিশ ধরা পড়েছে। ওই ঘাটের মাছ বেপারী কুট্টি মিয়া ঢাকায় আরো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মাছটি ওই দামে কিনেন।

তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, মৎস্য সম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। অবৈধ জাল ব্যবহার বন্ধ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে এমন রাজা ইলিশ প্রতিদিনই জেলেদের জালে পাবেন।