টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী “বাবু” গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০:০১ পিএম, বুধবার, ৩ জুলাই ২০১৯ | ১০৬২

টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া থেকে ৮৫ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, অনিক আহমেদ ওরবে বাবু (২৯)। সে টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুর পাড়া, ছোট কালীবাড়ি এলাকার মো. শাহীন আহমেদ এর ছেলে।

বুধবার (০৩ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব-১২ এর একটি দল।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী অনিক আহমেদ ওরফে বাবুকে তার নিজ বাড়ি থেকে ৮৫ পিস ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট হতে ৮৫ পিস ইয়াবা ছাড়াও একটি মোবাইল সেট, দুইটি সিমকার্ড ও নগদ পাঁচশ ৪১ টাকা পাওয়া যায়।

তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় দেশে প্রচলিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।