নাগরপুরে প্রশিক্ষণ কর্মশালা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪২ এএম, বুধবার, ৩ জুলাই ২০১৯ | ৪৪৯

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট ( এসডিজি) বাস্তায়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে টাঙ্গাইল জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেন।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল জেলা প্রশাসক অতিরিক্ত ( শিক্ষা ও আইসিটি) ও কি নোট পেপার উপস্থাপক সেলিম আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছামাদ. সহকারি কমিশনার (ভুমি) ইয়াসমিন মনিরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর আলম প্রমুখ।

প্রশিক্ষণে ৮টি গ্রুপ কাজ করেন। প্রতিটি গ্রুপে ১০ জন করে মোট ৮০ জন এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।