ঘাটাইলে গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত


শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে গিফট ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে (২৪ জুন)সোমবার দুপুরে আর্ন্তজাতিক সেচ্ছসেবী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে গিফট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম ।
বিশেষ অতিথী ছিলেন দেউলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোছা. রুবি খান,ইউপি সদস্য হাজী চাঁন মিয়া,গুডনেইবারস স্কুলের প্রধান শিক্ষিকা মোসা.হোসনে আরা পারভীনসহ সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীএবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১১৫২ জন শিশুদের মাঝে ৫টি কলম, ৫টি খাতা, ১ লিটার সয়াবিন তৈল,৩০০ গ্রাম গুরো দুধ, ১ পেকেট বিস্কুট বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন ঘাটাইল সিডিপির প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার ।