সখীপুরে কলেজছাত্রী ভাতিজিকে ধর্ষণ ধর্ষক চাচা বাদলের স্বীকারোক্তি

সখীপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, রোববার, ৬ আগস্ট ২০১৭ | ৫২৮


টাঙ্গাইলের সখীপুরে ৬ মাস ১৭ দিন আটকে রেখে কলেজছাত্রী ভাতিজিকে ধর্ষণের কথা স্বীকার করেছে ধর্ষক চাচা বাদল মিয়া। শনিবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল পুলিশ সুপার মো. মাহবুব আলম।


তিনি বলেন, শুক্রবার অভিযান চালিয়ে মির্জাপুর বাজার থেকে বাদলকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে কলেজ ছাত্রী ভাতিজিকে ৬ মাস ১৭দিন আটকে রেখে নিয়মিত ধর্ষণের কথা স্বীকার করেছে। তিনি আরও বলেন, ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিকে আদালতে পাঠানো হবে।


প্রসঙ্গত: টাঙ্গাইলের সখীপুরে ওই কলেজছাত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে ঘুমের ওষুধ ও নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ৬ মাস ১৭ দিন আটকে রেখে ধর্ষণ করে বাদল মিয়া।

গত ৩০ জুলাই রোববার সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় উপজেলার রতনপুর কাশেম বাজার এলাকার বাদল মিয়ার পরিত্যক্ত বাড়ি থেকে ওই ছাত্রীকে গোপনীয়  অর্ধমৃত অবস্থায়  উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন সোমবার রাতে ওই ছাত্রীর ভাই বাদী হয়ে বাদল মিয়াকে একমাত্র আসামি করে সখীপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।