গৃহবধূকে পুড়িয়ে হত্যা মামলায় শাশুড়িসহ গ্রেফতার ৪
নরসিংদীতে গৃহবধূ জান্নাতি বেগম পুড়িয়ে হত্যা মামলায় তার শাশুড়িসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুন) তাদেরকে নাটোর থেকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৯ জুন) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরের একডালা এলাকায় অভিযান চালানো হয়।
এসময় মামলার প্রধান আসামি, নিহতের শাশুড়ি শান্তি বেগম, স্বামী শিপলু, ননদ ফাল্গুনি বেগম এবং শ্বশুর হুমায়ুন মিয়াকে গ্রেফতার করা হয়। এরআগে, এ মামলায় আরো ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
মাদক ব্যবসায় রাজি না হওয়ায়, গত ২১ এপ্রিল জান্নাতি বেগমকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। গত ৩০শে মে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় গত ১৫ই জুন নরসিংদী সদর থানায় মামলা করেন নিহতের বাবা।
