১৪৪ ধারা জারি

জোড়পূর্বক কৃষকের পাকা ধান কেটে নেওয়ায় থানায় মামলা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৭ এএম, বুধবার, ১৯ জুন ২০১৯ | ৫১১

টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকার কৃষক মোঃ আব্দুর রশিদ ঠান্ডুর ৭৯ শতাংশ জমি থেকে জোড়পূর্বক পাকা ধান কেটে নেওয়ায় টাঙ্গাইল ম্যাজিষ্ট্রেট কোর্ট থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মোঃ আব্দুর রশিদ ঠান্ডুর অভিযোগ মোঃ শহীদ মিয়া গং জাল দলিল বানিয়ে প্রাণনাশের হুমকিসহ মাস্তান দিয়ে জোড়পূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জনান, গত ১৯ মে সকাল ৮ টা ৩০ মিনিটে টাঙ্গাইল শহরস্ত আদি টাঙ্গাইলের মোঃ আব্দুল করিমের ছেলে মোঃ শহীদ মিয়া, সদুল্লাহপুর মৃত জাবেদ আলীর ছেলে মোঃ সোনা মিয়া, চর কাগমারী মৃত আনছের শেখের ছেলে মোঃ রবি শেখ, সদুল্লাহপুর কাজীমুদ্দিনের ছেলে মোঃ হাসেম, অলোয়া সুরত আলীর ছেলে মোঃ শহীদ মিয়া, বাজিতপুর আঈয়ুব আলীর ছেলে শাহজালাল ৮/১০ জন মাস্তান নিয়ে এসে জোড়পূর্বকভাবে পাকা ধান কাটতে থাকে। আমরা পরিবারের লোকজন বাধা দিতে গেলে খুন করার হুমকি দেয় এবং মারপিট করার চেষ্টা করে। এক পর্যায়ে এক পিকআপ ধান ভরে জোড়পূর্বকভাবে নিয়ে যায়।

উক্ত ঘটনায় টাঙ্গাইল সদর থানায় ২০ মে মামলা করা হয়, যার মামলা নং ৩৮/২৪১। বাদীর আবেদনের প্রেক্ষিতে ৭৯ শতাংশ যায়গার উপর ফৌজদারি কার্যবিধি সহিংসতার ১৪৪ ধারা জারি করেছে টাঙ্গাইল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আমীর হামজা জানান, মোঃ আব্দুর রশিদ ঠান্ডুর জমিতে ১৪৪ ধারা জারির বিষয় শুনেছি। মামলার তদন্ত চলছে। অতিদ্রুত মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট প্রদান করা হবে।