সৌম্য-তামিম একই পথে চাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৬:২৭ এএম, বুধবার, ৫ জুন ২০১৯ | ১১৬১

তামিম ইকবালও সৌম্য সরকারের পথ ধরলেন। ইনিংস বড় করতে না পারা এই ওপেনার ৩৮ বলে ব্যক্তিগত ২৪ রানে লকি ফার্গুসনের বলে ট্রেন্ট বোল্টকে ক্যাচ দেন। তার ইনিংসে ছিল তিনটি চারের মার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৬ রান করেছে বাংলাদেশ।

দারুণ খেলতে থাকা সৌম্য সরকার ব্যক্তিগত ২৫ রান করে মাঠ ছাড়েন। ম্যাট হেনরির করা দলীয় নবম ওভারে বোল্ড হন এই ওপেনার। সমান ২৫ বলে তিনটি চার হাঁকিয়েছেন তিনি।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। যেখানে টসে হেরে ব্যাটিং পায় মাশরাফিরা।