মির্জাপুরে প্রতিবন্ধীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৫ এএম, রোববার, ২ জুন ২০১৯ | ১৮৬৩

ঈদের আনন্দ ভাগাভাগি করতে টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিবন্ধীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে লার্ণ এন্ড লীভ ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে মির্জাপুর উপজেলা সদরের সাহা পাড়ায় অবস্থিত লার্ণ এন্ড লীভ ফাউন্ডেশন কার্যালয়ে প্রতিবন্ধীদের নিয়ে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও লার্ণ এন্ড লীভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ একাব্বর হোসেন এমপি।

লার্ণ এন্ড লীভ ফাউন্ডেশনের পরিচালক শাহ আল মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মিসেস ঝর্না হোসেন ও পরিচালক শাহ আল মাসুদ রানা। অনুষ্ঠান শেষে ৪০ জন প্রতিবন্ধীর মধ্যে ঈদ উপহার ও ৫শ টাকা করে নগদ টাকা বিতরণ করেন এমপি একাব্বর হোসেন ও পরিচালক ঝর্না হোসেন।