ঈদে সবার ঘরে যাতে খাবার থাকে এজন্য প্রধানমন্ত্রী চাল বিতরন শুরু করেছে:কৃষিমন্ত্রী

হাফিজুর রহমান.মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৮ এএম, শনিবার, ১ জুন ২০১৯ | ৫৪৬

ঈদে সবার ঘরে যাতে খাবার থাকে এজন্য প্রধান মন্ত্রী চাল বিতরন শুরু করেছে। শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় অতি দরিদ্রদের মাঝে বিনামূল্যে চাল বিতরণের সময় কৃষিমন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন।

মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক এমপি, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর সার্কেল কামরান , মধুপুর থানার ওসি তারিক কামাল , ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ , সাবেক ভাইস চেয়ারম্যান খান্দকার মীর ফরহাদুল আলম মনি, বাপ্পু সিদ্দীকী , হুমায়ুন কাউন্সিলর সহ অন্যান্য নেতৃবৃন্দ।