সখীপুরে পৌরটুল আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলবাসাইলে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:
প্রকাশিত: ০৬:২৪ পিএম, শনিবার, ৫ আগস্ট ২০১৭ | ৬২০

স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের বাসাইলে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও উদ্বোধণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয়।


উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, পৌর সভার মেয়র মজিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক।