নাটোরে ইসলামী ব্যাংকের শিক্ষা উপকরন বিতরন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬ এএম, বুধবার, ২৯ মে ২০১৯ | ৫৮৭

নাটোরে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পের সদস্যের মেধাবী সন্তানদের শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের কানাইখালিতে ব্যাংকের নিজস্ব ভবনে ব্যাংকের ফাস্ট এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও প্রকল্প পরিচালক মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরন বিতরন করেন নাটোর জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান।

ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের কয়েক হাজার সদস্যের মধ্যে ১৪০জন মেধাবী শিক্ষার্থীকে এই শিক্ষা উপকরন প্রদান করা হয়েছে।