বিরতিহীন 'পঞ্চগড় এক্সপ্রেস' ট্রেনের উদ্বোধন করলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৫ এএম, শনিবার, ২৫ মে ২০১৯ | ৫০৯
দেশের সর্বোচ্চ দূরত্বের রেলপথে চালু হলো "পঞ্চগড় এক্সপ্রেস" নামে নতুন নন-স্টপ (বিরতিহীন) ট্রেন সার্ভিস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পতাকা উড়িয়ে পঞ্চগড়বাসীর বহুল প্রত্যাশিত এই ট্রেন সার্ভিসটি উদ্বোধন ঘোষণা করেন। সেই সাথে স্টেশনের নতুন নাম 'বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড়' ঘোষণা করেন। 
 
শনিবার (২৫ মে)দুপুরে নতুন এই আন্তঃনগর 'পঞ্চগড় এক্সপ্রেস' ট্রেন যাত্রাদিয়ে শুরু হয় বিরতিহীন পঞ্চগড় টু ঢাকা রেলপথে সরাসরি ট্রেন যোগাযোগ। 
 
এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড় চত্বরে ভিডিও কনফারেন্সের আয়োজন করে রেলওয়ে বিভাগ। 
 
এসময় ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, রেলওয়ের পশ্চিমাঞ্চলের জিএম খন্দকার শহীদুল ইসলাম, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান অানোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান প্রমূখ।
 
পরে রেলপথ মন্ত্রী নন-স্টপ (বিরতিহীন) ট্রেন "পঞ্চগড় এক্সপ্রেস" করেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।