টাঙ্গাইল সদর উপজেলা পরিষদে দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০৬:০০ এএম, বুধবার, ২২ মে ২০১৯ | ৯৪২

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এর অভিষেক অনুষ্ঠান দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সদর উপজেলা পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, শামীমা আক্তার।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।