টাঙ্গাইল বাসীর জীবনযাত্রার সমস্যা ও সম্ভাবনা গ্রুপের দোয়া ও ইফতার মাহ্ফিল

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১:৫৫ এএম, শনিবার, ১৮ মে ২০১৯ | ৪৫৫

টাঙ্গাইলে সর্বপ্রথম বৃহৎ সামাজিক সেবামূলক অনলাইন সংগঠন "টাঙ্গাইল বাসীর জীবনযাত্রার সমস্যা ও সম্ভাবনা" গ্রুপ এবং স্মার্ট বাইকারস্ গ্রুপের আয়োজনে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৮৫ হাজার। টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে ১৭জুন শুক্রবার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোশারফ হোসেন, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, বিজ্ঞ আইনজীবী জজ কোর্টের সাবেক জিপি অ্যাডভোকেট আব্দুর রশিদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, পিপিএম পদকপ্রাপ্ত পুলিশ কং সামসুজ্জামান সোহেল, মানবাধিকার কর্মীগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন, ডিবি, ডিএসবি, এন এস আই এর কর্মকর্তাগণ, সামাজিক বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, সুধীজন'সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। অনুষ্ঠানের শুরুতই টাঙ্গাইলকে সমৃদ্ধ করতে গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য'সহ বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন গ্রুপের এডমিন সদস্য মোঃ রাশেদ খান মেনন (রাসেল)। আয়োজকগণ বলেন প্রশাসন, সুধীজন, মানবাধিকার কর্মী, সাাংবাদিক ও সামাজিক সেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে কাজ করলে টাঙ্গাইলকে আরো সমৃদ্ধ করা সম্ভব। এই গ্রুপে আপনাদের মূল্যবান তথ্য, পরামর্শ ও নিউজ প্রকাশ করতে পারেন। আসুন সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই, সত্য প্রকাশ করে সমাজটাকে বদলে দেই।

বিবেককে জাগ্রত করে সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎ সাহসে ঐক্যবদ্ধ হই। টাঙ্গাইলকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সুচিন্তিত মতামত ও পরামর্শ তুলে ধরার আহবান জানানো হয়।

টাঙ্গাইল বাসীর জীবনযাত্রার সমস্যা ও সম্ভাবনা গ্রুপের মাধ্যমে সমাজকে আলোকিত করতে ও অনুষ্ঠানকে সফল করতে উৎসাহ ও প্রেরনা দিয়েছেন এই গ্রুপের এডমিন টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক বর্তমানে যুগ্ম সচিব মোঃ মাহবুব হোসেন, জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, সাবেক পুলিশ সুপার বর্তমানে অতিরিক্ত ডিআইজি মোঃ মাহবুব আলম পিপিএম (বার), টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শফিকুল ইসলাম ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ'সহ অন্যান্য সুধীজন।

গ্রুপের এডমিন Shamsur Rahman Melon, Ahosan Islam Khan, Prince, Nazrul islam, Ovejit Kumar, অন্যান্য এডমিন ও মডারেটর'সহ সদস্যগন অক্লান্ত পরিশ্রম করেছেন।