শান্তিপূর্ণ ভাবে

পঞ্চগড়ে জে এস সি ও জে ডি সি পরীক্ষা অনুষ্টিত

পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৩২ পিএম, বুধবার, ১ নভেম্বর ২০১৭ | ৫২১

০১ ই নভেম্বর ২০১৭ রোজ বুধবার সকাল ১০ টায় সারাদেশের ন্যায় উত্তরের জেলা পঞ্চগড়ে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্টিত হচ্ছে ।

পঞ্চগড় বি পি সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র‌ে সরোজমিনে গিয়ে দেখা যায় যে, কেন্দ্র‌ের সামনে বিপুল পরিমান পুলিশ সদস্য পরীক্ষার্থীদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন । পরীক্ষার হলে কেবল মাত্র পরীক্ষার্থী এবং পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ।

বি পি সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মো:জোবায়ের ইসলাম বাদল বলেন , এই পরীক্ষা কেন্দ্র‌ে মোট ১০৭২ জন ছাত্রছাত্রী অংশগ্রহন করার কথা তবে এখনো অনুপস্তিত ছাত্রছাত্রীর হিসাব পাওয়া যায় নি ।

বি পি সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মো: আকতার হোসেন স্যার বলেন, পরীক্ষা সুন্দর , শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে অনুষ্টিত হচ্ছে এবং পরীক্ষার হলে প্রবেশ না করার জন্য সকল অভিবাবকদের ধন্যবাদ