টাঙ্গাইল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল


মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম, সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আতাউর রহমান খান, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, আলাউদ্দিন টেক্সাটাইলের চেয়ারম্যান মো. আলাউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
এসময় পুলিশ প্রশাসনের অন্যান্য উদ্বতন কর্মকতাসহ সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।