প্রেসক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে ছানোয়ার হোসেন এমপি
সাংবাদিকদের স্বাধীনতা স্বপক্ষে শক্তি হিসেবে কাজ করার আহবান


সাংবাদিকদের স্বাধীনতা স্বপক্ষে শক্তি হিসেবে কাজ করার আহবান জানিয়েছেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
গতকাল শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়ামে টাঙ্গাইলের সন্তান ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রতি অতিথিবৃন্দ সহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেক্টট্রনিক্স ও অনলাইন গণ মাধ্যমের সংবাদকর্মী ও পরিবার বর্গ উপস্থিত ছিলেন।