১৬ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এখন দোর গোড়ায় স্বাস্থ্য সেবা -প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৫ এএম, শুক্রবার, ৩ মে ২০১৯ | ৭৫২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৬ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এখন দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনগনের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী পলক শুক্রবার সিংড়া উপজেলার দমদমা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু ক্যাম্প এর উদ্বোধন করে একথা বলেন। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় রোটারী ক্লাব অব ধানমন্ডি সেন্ট্রাল এবং রোটারী ক্লাব অব ঢাকা সেন্ট্রাল এই চক্ষু ক্যাম্প আয়োজন করেছে।

কর্ণিয়া বিশেষজ্ঞ ডাঃ জাহিদ হাসানের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল টিম তিন হাজার নিবন্ধিত রোগীর ব্যবস্থাপত্র ছাড়াও প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করছে। ছানীসহ অপারেশনের রোগীদের পরবর্ত্তীতে পরিবহনের সুবিধাসহ ঢাকাতে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে বলে আয়োজক ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রতিমন্ত্রী পলক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উত্তর বাংলাদেশে জনগনের সেবা নিশ্চিত করতে পাঁচটি মৌলিক চাহিদাকে সংবিধানের অন্তর্ভূক্ত করেছিলেন। এরমধ্যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও শিক্ষা প্রদানের ব্যবস্থা করেছিলেন।

বঙ্গবন্ধুর দূরদর্শীতার কারনে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে গ্রামের প্রত্যন্ত এলাকাতে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়েছিল। তাঁর যোগ্য উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা করেছেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য সেবার মান উন্নয়নেও কাজ করছে সরকার। এখন বিশ্বমানের বিশেষায়িত চিকিৎসা দেশেই সম্ভব হচ্ছে। মেডিকেল শিক্ষাকে আধুনিক করার পাশাপাশি এর পরিধিও বিস্তৃত করা হয়েছে। সিংড়াসহ দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রযুক্তি নির্ভর টেলিমেডিসিন চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এতে করে গ্রামে বসেই মানুষ এখন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা পাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর- রশীদ, রোটারী ক্লাব অব ধানমন্ডি সেন্ট্রালের প্রেসিডেন্ট মুনীরুল আলম, রোটারী ক্লাব অব ঢাকা সেন্ট্রালের প্রেসিডেন্ট মীজানুর রহমান ভূঁইয়া, সিংড়ার উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান প্রমূখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম সভা প্রধানের দায়িত্ব পালন করেন।