ভূঞাপুরের যমুনা চরাঞ্চল ও তীরবর্তী লোকদের সতর্ক থাকার নির্দেশ

মামুন মরকার ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪১ এএম, শুক্রবার, ৩ মে ২০১৯ | ৫১১

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর কারণে টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা চরাঞ্চল এবং যমুনা নদীর তীরবর্তী লোকজনদের সতর্ক থাকায় নির্দেশ দিয়েছেন প্রশাসন।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিসহ বিভিন্ন পেশার লোকজনদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন।

বৈঠকে যমুনা চরাঞ্চল ও তীরবর্তীসহ উপজেলার সকলকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও ভূঞাপুর উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে যমুনা তীরবর্তী সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্যাটাসেও প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করে টাইমলাইনে পোস্ট দিয়েছেন। তবে শুক্রবার সকাল থেকে যমুনা নদী উত্তাল রয়েছে। সকল মাছ ধরার নৌকা এবং যানচলাচল বন্ধ রয়েছে। প্রচুর বৃষ্টিপাতের সাথে সাথে মাঝারি থেকে ঝড়ো হাওয়া বয়ে চলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর বিষয়ে আমরা অবগত। এ নিয়ে আমরা উপজেলা প্রশাসনের কর্মকর্তার, স্থানীয় সরকার প্রতিনিধি ও বিভিন্ন পেশার লোকদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছি। এছাড়া আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। যমুনা নদীর তীরবর্তী ও চরাঞ্চলের লোকজনদের সতর্ক থাকায় নির্দেশ দেয়া হয়েছে।