নাটোরে পুনঃনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪২ এএম, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ | ৪৭২

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের পুনঃনির্বাচিত চেয়ারম্যানকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার রাত সাড়ে আটটার দিকে বনপাড়া এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনষ্টিটিউট চত্ত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত উপলো চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

উপজেলা নৌকা সমর্থক গোষ্ঠীর ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব লীগের সভাপতি বাশিউর রহমান খান চৌধুরী এহিয়া, জেলা পরিষদের সদস্য আবু বকর সিদ্দিক ও আবুল কালাম জোয়াদ্দার, সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা ও আতাউর রহমান জিন্নাহ, বনপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আবুল কালাম আযাদ, ইউসিসিএ’র সাবেক চেয়ারম্যান মো. আকবর আলী মৃধা, সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারী মজুমদার, বনপাড়া পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুস সোবহান, ওয়ার্ড কাউন্সিলর মোহিত কুমার, বোরহানউদ্দিন ও শরিফুন্নেছা শিরিন এবং জয় বাংলা সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তৃতাকালে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, জঙ্গী, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মুক্ত বড়াইগ্রাম গড়তে চাই। এখানে কাউকে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও মুসলমান অধ্যুষিত বড়াইগ্রামে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানোর সুযোগ দেয়া হবে না। বরং সকল ধর্মের মানুষের পরষ্পরের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কোন্দল ভুলে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান তিনি।