ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০৪:৫৭ এএম, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ৫১০

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডি আই) এর গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার সকাল ১১ টায় পৌরসভা সম্মেলণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডি আই) এলামনাই রাজনেতিক ফেলো আয়োজনে টেবিল বৈঠকে আমঘাট রোড হতে দিঘুলীয়া বাজার পর্যন্ত রাস্তার মেরামতের দ্রুত পদক্ষেপ গ্রহণে ও টাঙ্গাইল পৌরসভার সকল নির্মাণ কাজ যাতে দ্রুত শেষ করা যায় তা নিয়ে আলোচনা করা হয় করা হয়।

উক্ত গোল টেবিলে উপস্থিত ছিলেন সাধারণ গ্রন্থগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সাধারণ গ্রন্থগারের সাধারণ সম্পাদক কবি ও মানব জমিন এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাহমুদ কামাল, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের মহিলা বিষায়ক সম্পাদিকা ও ডি আই এর মাষ্টার ট্রেইনার জেবুননেসা চায়না, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও (ডি আই) এলামনাই রাজনেতিক ফেলো মির্জা রানা,টাঙ্গাইল জেলা ছাএলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল,শহর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান লিটন, টাঙ্গাইল জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সভাপতি জাতীয়বাদী মহিলা দল নিলুফা ইয়াসমীন, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদিকা মহিলা দল খালেদা আক্তার স্বপ্না, যুগ্ম- সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম বাবু,টাঙ্গাইল জেরা ছাএদল,সহ সাংগঠনিক সম্পাদক এ কে এম আব্দুল্লাহ প্রমুখ।