ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাড়ে তিন ঘন্টা যানজট

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭ | ৪৭৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাড়ে তিন ঘন্টা যান চরাচল বন্ধ ছিল। মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্ল্যা এলাকায় ক্ষতিগ্রস্ত ব্রিজের সংস্কার কাজের জন্য এই যানজটের সৃষ্টি হয়।

যানজট একপর্যায় মহাসড়কের বাঐখোলা থেকে মির্জাপুরের কুর্ণী পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় স্থায়ী হয়। যানজটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

জানা গেছে, মহাসড়কের পাকুল্ল্যা এলাকার ব্রিজটি খুবই ঝুকিপুর্ণ অবস্থায় রয়েছে। মাঝেমধ্যে ব্রিজের মাঝখানে কিছু অংশ ভেঙ্গে পড়ে। এ কারনে যান চলাচলে বিঘœ ঘটে।

ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও শ্রমিকদের। পরে তা মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়। পুণরায় সোমবার সকালে ব্রিজের মাঝখানের কিছু অংশ ভেঙ্গে পড়লে ঝুকি নিয়ে যান চলাচল করে।

সকাল এগারোটার দিকে চার লেন উন্নিত করণ কাজের ঠিকাদারের লোকজন ব্রিজটি সংস্কারের কাজ শুরু করেন। একপাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হলেও থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

বিকেলে সাড়ে তিনটার দিকে সংস্কার কাজ শেষ হলে বিকেল চারটার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক জানিয়েছেন।