আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা

আগামী দুই মাসের মধ্যে ইউনিয়ন ও পৌরসভার সম্মেলনের সিদ্ধান্ত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৭ এএম, সোমবার, ২২ এপ্রিল ২০১৯ | ১২৯২

টাঙ্গাইলের মির্জাপুরে দলকে শক্তিশালী করতে আগামী দুইমাসের মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের সম্মেলনের সিদ্ধান্ত নেওয় হয়েছে। সোমবার মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. একাব্বর হোসেন এমপির সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সমুন, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক দুর্লভ বিশ্বাস, আব্দুর রাজ্জাক বিএসসি, উয়ার্শী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক, তথ্য ও গবেষণা সম্পাদক নন্দ দুলাল গোস্মামী, সাংস্কৃতিক সম্পাদক খন্দকার আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাজহারুল ইসলাম শিপলু, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সোহেল রানা প্রমুখ।

সভায় জানানো হয় আগামী অক্টোবরে আওয়ামী লীগের সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর সম্মেলন আগামী দুইমাসের মধ্যে অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাঙসদ মো. একাব্বর হোসেন ওয়াডৃ, ইউনিয়ন ও পৌর সম্মেলনে দলের ত্যাগী নেতাদের মুল্যায়নের প্রতি গুরুত্বারোপ করেন।