নাগরপুরে নুসরাত হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৬ এএম, সোমবার, ২২ এপ্রিল ২০১৯ | ৫৭৩

ধর্ষন মুক্ত নিরাপদ দেশ চাই,মা বোনের নিরাপত্তা চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নুসরাত,মনিকা সহ সকল সহিংসতার প্রতিবাদ ও বিচারের দাবীতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কেন্দ্রীয় কালী মন্দীরে সামনে (বটতলা মোড়ে) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার উদ্দ্যোগে এ কর্মসূচীর আয়োজন করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার আহবায়ক লক্ষ্মী কান্ত সাহার নেতৃত্বে এ সময় বক্তব্য রাখেন, নাগরপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যাক্ষ রামেন্দ্র সুন্দর বোস, প্রাক্তন প্রধান শিক্ষক বাবু সম্ভু নাথ সাহা, বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র কুমার পোদ্দার, অরুন কুমার সাহা, বরুন কুমার সাহা সদর ইউপি সদস্য নূরুল ইসলাম মিয়া প্রমুখ।

এ সময় বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্ততা বলেন, দ্রুত সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জরিতদের বিচারের দাবী জানান।