মশিউর রহমানকে আহ্বায়ক করে সরকারি সা’দত কলেজে ছাত্রকল্যাণ পরিষদের কমিটি


খন্দকার মশিউর রহমানকে আহ্বায়ক করে বঙ্গের আলীগড় নামে খ্যাত সরকারি সা’দত কলেজে ছাত্র কল্যাণ পরিষদের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মো. মনির সিকদার ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা আগামী তিন মাসের জন্য ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম এর হাত থেকে এ কমিটি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক সাজিদ খান।
এ কমিটির যুগ্ম-আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, সামি মোহাম্মদ, নাজনীন আক্তার এ্যানি, এস.এম. সাব্বির হোসেন, আল-আমিন, রাম প্রসাদ ঘোষ, আবিদুর রহমান, মো. আল-আমিন, মো. ইসমাইল হোসেন, সুমন মাহমুদ, মো. মেহেদী হাসান মামুন, তাশফিক বিন হামিদ ও সদস্যরা হচ্ছে মো. ইয়াসিন সরকার, মো. আনোয়ার হোসেন, ওয়াসিম আকরাম প্রমুখ।