ধনবাড়ীতে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন


টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ডে বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখার উদ্যেগে ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবীতে গতকাল শুক্রবার বিকেলে মানববন্ধন পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন - বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখার সভাপতি মোঃ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, রাজীব ভদ্র অপু, মিলন, আছমা , শামছুল হক প্রমূখ।
মানববন্ধন কর্মসূচীতে বক্তরা মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের হত্যাকারীদের অনতিবিলম্বে বিচারের আওতায় এনে সু-নির্দিষ্ট বিচার দাবী করেন।