প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:২২ এএম, রোববার, ৭ এপ্রিল ২০১৯ | ৫৯৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নাঞ্জিজিয়াটা।

রোববার (৭ এপ্রিল) সকাল ১০টায় দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের এশিয়া প্যাফিক অঞ্চলের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।

এসময় তারা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নজিবুর রহমান, প্রেস সচিব ইহসানুল করিমসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।