পুলিশ সকল ভাল মানুষের বন্ধু হতে চায়-আইজিপি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৩ এএম, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ | ৫৬০

পুলিশের মহা পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন পুলিশ সকল ভাল মানুষের বন্ধু হতে চায়। সাধারণ মানুষ যেন থানায় এসে হয়রানির শিকার না হয়।আমাদের পূর্বসূরীরা যুদ্ধ করেছেন পাক হানাদারদের বিরুদ্ধে, আর আমরা যুদ্ধ করছি মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে। তিনি শুক্রবার সন্ধায় মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্সের পিপিএম হলে আয়োজিত তাকে দেয়া এক সংবর্ধনা সভায় বক্তুতাকালে তিনি একথা বলেন।

বিকেল সারে চারটায় আইজিপি জাবেদ পাটোয়ারী কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌছালে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে কুমুদিনী লাইব্রেরিতে চা চক্র শেষে তিনি কুমুদিনী হাসপাতাল পরিদর্শন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লা আল মামুন, কুমুদিনী কল্যান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক, লেখীকা হেনা সুলতানা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ডিআইজি আবু কালাম দিদ্দিক, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়।

পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী বলেন পুলিশ সকল ভাল মানুষের বন্ধু হতে চায়। মানুষ বিপদে পড়ে সেবার জন্য থানায় আসে। থানায় এসে কোন মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকাতে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধনের ক্ষেত্রে পুলিশের ভুমিকা রয়েছেবলে তিনি উল্লেখ করেন।