ভূঞাপুরে পুলিশের অভিযান
তিন পলাতক আসামী গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে তিন পলাতক আসামীকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের আঃ রশিদের ছেলে মো. নরুল ইসলাম (২২), পৌরসভা ছাব্বিশা গ্রামের আঃ গফুরের ছেলে মাসুদ রানা (২৩), একই গ্রামের কুরবান আলীর ছেলে হারুন-অর-রশিদ (২৮)। জানা যায়, শুক্রবার (২৭অক্টোবর) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা তিনজনই বিভিন্ন মামলার আসামী ছিলেন।
এবিষয়ে ভূঞাপুর থানার এ এসআই লিটন বিডি২৪লাইভ ও এশিয়ানবার্তা কে জানান, গ্রেফতারকৃতরা ওরেন্টভুক্ত আসামী ছিল। গোপন সংবাদের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।