নাগরপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:৫০ এএম, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯ | ৮৭৫

টাঙ্গাইলের নাগরপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলা সদর বাজারে শামসুদ্দিন এন্ড সন্স প্লাজার দ্বিতীয় তলায় এ ব্যাংকিং এজেন্ট শাখার উদ্বোধন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু। 

উক্ত ইসলামী ব্যাংকিং এজেন্ট শাখার উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. মো. সোলায়মানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক টাঙ্গাইল প্রধান শাখার ভাইস প্রেসিডেন্ট এ. কে এম দেলোয়ার হোসেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, টাঙ্গাইল বার সমিতির সাবেক সভাপতি এড. মুলতান উদ্দিন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উক্ত শাখার পরিচালক মো. শাহীন মিয়া প্রমূখ। 

এসময় উপজেলার বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।