নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:৪৯ এএম, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯ | ৬১৮

ঘাটাইলের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবুকে সংবর্ধনা দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ সংবর্ধনার আয়োজন করে।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সরকারী জিবিজি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি, জেলা সহকারী কমান্ডার আব্দুস সাত্তার ভূইয়া, সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, সাবেক ডেপুটি কমান্ডার এন. এম. শাহনেওয়াজ, দেউলাবাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলী আকবর, ঘাটাইল ইউনিয়ন কমান্ডার রিয়াজুল হক কিরণ ও ধলাপাড়া ইউনিয়ন কমান্ডার আব্দুল বাতেন সিকদার প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু তার বক্তব্যে আগামীর  ভবিষ্যত স্বপ্নকে বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং একটি সুন্দর নিরাপদ আধুনিক ঘাটাইল রুপান্তর করতে সকলের সহযোগীতা কামনা করেন।