টাঙ্গাইলে ভূয়া প্রশ্ন ফাঁসকারী চক্রের সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, বুধবার, ৩ এপ্রিল ২০১৯ | ৪৬৬

টাঙ্গাইলে ভূয়া প্রশ্ন ফাঁসকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা। ৩ এপ্রিল বুধবার রাত  রাত আট টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি বাসাইল উপজেলার ময়থা গ্রামের মির্জা সেলিমের ছেলে মির্জা সোহান (২২)।

র‌্যাব ১২’র কোম্পানী মোঃ শফিকুর রহমান জানান, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের পৌর এলাকার সাবালিয়ার তিনতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ২টি সিম উদ্ধার করা হয়।

সে ফেসবুকে ভূয়া আইডি ব্যবহার করে ম্যাসেঞ্জারের মাধ্যমে টাকার বিনিময়ে এইচএসসি পরিক্ষার ভূয়া প্রশ্ন বিনিময়ের কথোপকথন করে। পরে আমার তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করি।